Citizens can receive services from district Ansar and VDP offices.
১। প্রশিক্ষণের নিয়মাবলী: ক।গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ (ভিডিপি পুরুষ ও মহিলা) : এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারনা লাভ করেন এবং ভিডিপি প্লাটুনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হন। প্রশিক্ষণের নিয়মাবলীঃ * সংশ্লিষ্ট গ্রামের ৩২জন পুরুষ এবং ৩২ জন মহিলার সমন্বয়ে গঠিত দু টি প্লাটুন কে বিনা মূল্যে প্রশিক্ষণ দেয়া হয়। * গ্রামের সুবিধা জনক স্থানে ১০ (দশ) দিনের এই প্রশিক্ষণ পরিচালিত হয়। * একটি গ্রামে একবার এই প্রশিক্ষণ দেয়া হয়। * প্রশিক্ষণার্থীকে সর্বনিন্ম অষ্টম শ্রেণী পাশ হতে হয়। * প্রশিক্ষণার্থীর বয়স সর্বনিন্ম ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। * প্রশিক্ষণ ভাতা হিসাবে দৈনিক ৯০ টাকা হারে ১০ দিন প্রশিক্ষণে ৯০০ টাকা প্রশিক্ষণ ভাতা প্রদানকরা হয়। * প্রশিক্ষণ শেষে প্রাপ্ত ৯০০ টাকা থেকে ১০০ টাকা মূল্যের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১টি শেয়ার ক্রয় করতে হয়। * প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়। * এক গ্রামের সদস্যকে অন্য গ্রামে প্রশিক্ষণ দেয়া হয় না। *জেলা কমান্ড্যান্ট আর্থিক বছর শুরুর আগেই উপজেলা কর্মকর্তার সুপারিশ মোতাবেক গ্রাম নির্বাচন করেন। * এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রামের ভিডিপি পুরুষ ও মহিলা প্লাটুন সমূহ পুন র্গঠিত হয়। * প্রশিক্ষণ গ্রহণকারী সদস্য সদস্যাগণ ৩য় ও ৪র্থ শ্রেণীর সরকারী চাকুরীতে নির্ধারিত ১০% কোটায়আবেদন করার সুযোগ পান। খ।সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) : এই প্রশিক্ষণ গ্রহণ করলে সদস্য ও সদস্যাগণ সাধারণ আনসার হিসেবে দায়িত্ব পালনে সক্ষম হন এবং অঙ্গীভূত হওয়ার যোগ্যতা অর্জন করেন।
প্রশিক্ষণের নিয়মাবলী নিন্মরূপঃ জেলা সদরে প্রাথমিক পর্ব এবং ধারাবাহিকভাবে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমীতে চূড়ান্ত পর্বে এপ্রশিক্ষণ পরিচালিত হয়। উপজেলা আনসার ও ভি ডি পি কর্মকর্তা কোটা অনুযায়ী সদস্য ও সদস্যা বাছাই করে জেলাকমান্ড্যান্ট-এর কার্যালয়ে তালিকা প্রেরণ করেন। · আনসার বাহিনী আইন ১৯৯৫ এবং আনসার বাহিনী প্রবিধানমালা ১৯৯৬ এরআলোকে সংশিষ্ট ব্যক্তিকে নিন্মরূপ যোগ্যতা সম্পন্ন হতে হয়ঃ ক) বয়স১৮হতে৩০বছর। খ) শিক্ষা গত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ ।তবে এস এস সি বা তদূর্ধ ডিগ্রী ধারীগণকে প্রশিক্ষণ গ্রহণে অগ্রাধিকার দেয়া হয়। গ) উচ্চতা। ঘ) সর্বনিম্ন ১৬০সেন্টিমিটার অর্থাৎ ৫’- ৪”(পুরুষের ক্ষেত্রে) ঙ) সর্বনিম্ন ১৫০সেন্টিমিটার অর্থাৎ ৫’- ০”(মহিলারক্ষেত্রে) চ) বুকেরমাপ ৭৫সেন্টিমিটার হইতে ৮০সেন্টিমিটার অর্থাৎ৩০”– ৩২”(পুরুষের ক্ষেত্রে)। ছ) দৃষ্টিশক্তিঃ ৬/৬। সাধারণ আনসার মৌলিকপ্রশিক্ষণে অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ এবং চারিত্রিক ওনাগরিকত্ব সার্টিফিকেট দাখিল করতে হয়। ·প্রশিক্ষণ কালীন প্রশিক্ষণার্থীদের বিনামূল্যে থাকা, খাওয়া, পোষাক-পরিচ্ছদ প্রদান করা হয়। এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোন সদস্যের নিকট হতে কোন অর্থগ্রহণ করা হয় না। এ প্রশিক্ষণ সাফল্যজনকভাবে সমাপ্তির পর দেশের বিভিন্ন সরকারী-বেসরকারীকেপিআই/গুরুত্ব পূর্ণসংস্থায় অংগীভূত হয়ে নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করে। প্রশিক্ষণগ্রহণকারী সদস্য/সদস্যাগণ দূর্গাপূজা, জাতীয় ও স্থানীয়সরকার নির্বাচনে দায়িত্ব পালনেরজন্য স্বল্পকালীন সময়ের জন্য অংগীভূত হয়ে থাকেন। গ) পেশাভিত্তিকপ্রশিক্ষণ: মৌলিক প্রশিক্ষণ ছাড়া ও পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে একজন আনসার ভিডিপি সদস্য/সদস্যা স্বনির্ভর হবার সুযোগ পায়। আনসার-ভিডিপি সংগঠন প্রতি বছর বিভিন্ন ধরনের পেশাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকে। যেমনঃ মৎস্য চাষপ্রশিক্ষণ (সাধারণ আনসার এবং ভিডিপি পুরুষ)। কম্পিউটার বেসিক কোর্স (ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা)। ·ইলেকট্রিশিয়ানকোর্স(ভিডিপিসদস্য/ব্যাটালিয়নআনসার/সাধারণআনসার)। · নকশিকাঁথা কোর্স (ভিডিপি সদস্য) · ড্রাইভিং প্রশিক্ষণ (ভিডিপি পুরুষ)। · গবাদী পশু পালন কোর্স (ভিডিপি পুরুষ)। · হাঁস-মুরগী চিকিৎসা ও পালন কোর্স (ভিডিপি পুরুষ)। · ফ্রিজ ও এয়ারকন্ডিশনার মেরামত কোর্স (ভিডিপি পুরুষ/সাধারণ আনসার)। · অমৌসুমীসবজিচাষপ্রশিক্ষণ(আনসার-ভিডিপিপুরুষ/মহিলা)। · উন্নতপ্রযুক্তিতেনার্সারীস্থাপনপ্রশিক্ষণ(আনসার-ভিডিপিপুরুষ/মহিলা)। · দেশীয়পদ্ধতিতেহাঁস-মুরগীরবাচ্চাস্ফুটনওপালন(আনসার-ভিডিপিমহিলা)। · আধুনিকফলচাষপ্রশিক্ষণ(আনসারওভিডিপিপুরুষ)। · স্ট্রবেরীচাষওউৎপাদনপ্রশিক্ষণ(ভিডিপিপুরুষ)। · সেলাইপ্রশিক্ষণ(আনসারসদস্যা/ভিডিপিসদস্যা)। এছাড়াও আরো বিভিন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয়। সাধারনআনসারঅঙ্গীভূতিরনিয়মাবলী: ঘ) আনসারসদস্যেরজন্য: যেকোন সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠান/সংস্থায় চাহিদা বিবেচনা করে তাদের নিরাপত্তারক্ষার জন্যনিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে আনসার অংগীভূত করে দায়িত্বে নিয়োগ করা হয়। · প্রশিক্ষণের পর আনসার-ভিডিপি একাডেমি হতে প্রশিক্ষণের পর আনসারদের স্মার্ট কার্ড প্রদান করা হয় এবং অনলাইনে কেন্দ্রিয় প্যানেলে তাদের নাম অন্তর্ভূক্ত করা হয়। সংস্থার চাহিদা মোতাবেক এসএমএস-এর মাধ্যমে আনসারদেরকে অংগীভূতির অফার প্রদান করা হয়। বর্তমানে তিন বছরের জন্য সংস্থায় আনসার অঙ্গীভূত করা হয় অর্থাৎ ০১ জন আনসারের অঙ্গীভূতির মেয়াদ এক নাগাড়ে তিন বছর। · অঙ্গীভূতিকাল সমাপ্তির পর পরই সংশ্লিষ্ট আনসার সদস্য অঙ্গীভূতির জন্য অটোমেটিক কেন্দ্রিয় অন্তর্ভূক্ত হয়ে যায়। · আনসার সদস্যদের অঙ্গীভূতির জন্য ফায়ারিং অভিজ্ঞতাসহ মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয়। · অঙ্গীভূতি হওয়ার জন্য প্যানেল ভুক্তির নিমিত্তে নিম্নলিখিত যোগ্যতা প্রয়োজন: (ক) বয়সঃ ১৮ থেকে ৪০ বছর। (খ) শিক্ষাগতযোগ্যতাঃ ৮ম শ্রেণী পাস, তদূর্ধদের অগ্রাধিকার দেয়া হয়। (গ) উচ্চতাঃ ৫’- ৪”(পুরুষ), ৫’- ০” (মহিলা) (অধিক উচ্চতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হয়)। (ঘ) বৈবাহিক অবস্থাবিবাহিত/অবিবাহিত উভয়ই। (ঙ) স্মার্ট কার্ড (যদি থাকে), ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত চারিত্রিক ওনাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগতযোগ্যতা সনদের সত্যায়িত কপি, সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণের সনদ, পুলিশভেরিফিকেশন রিপোর্ট, জেলাকমান্ড্যান্টকর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র (অন্য জেলারপ্রার্থিরক্ষেত্রে প্রযোজ্য), ০৬ কপি পাসপোর্ট এবং ০৩ কপি স্ট্যাম্প সাইজের ছবি ইত্যাদি প্রয়োজন হয়।যোগ্যতার ভিতিত্তে সংস্থায় আনসার অঙ্গীভূত করা হয়। সুতরাং এ বিষয়ে আর্থিক লেনদেন দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। ·পিসি/এপিসি দৈনিক ২৫১.৯৫ টাকা হিসাবে ৩০ দিনে ৭৫৫৮.৫০ টাকা, আনসার দৈনিক ২৩৪টাকা হিসাবে ৩০ দিনে ৭০২০টাকাবেতন-ভাতাহিসাবেপ্রাপ্তহন।এছাড়াপিসি/এপিসি৫৫৯৫.৩০টাকাহারে ২টি এবং আনসার ৫১০৩.৬০ টাকাহারে ২টি উৎসব বোনাস প্রাপ্তহন। প্রত্যেক অঙ্গীভূত আনসার সরকারী নিধারিত হারে মাসে ২৮ কেজি গম, ২৮ কেজি চালএবং০২লিটার ভোজ্যতেল ভতুর্কি মূল্যে প্রাপ্তহন। · অঙ্গীভূত হয়ে দায়িত্ব পালনকালে দুর্ঘটনা জনিত কারণে আনসার সদস্যগণ বিভাগীয় কল্যাণতহবিল হতে চিকিৎসা ব্যয় বাবদ আর্থিক সহায়তা লাভ করেন। কন্যা বিবাহ, মেধাবী সন্তানদের উচ্চতর শিক্ষার জন্য আনসার সদস্যগণ আর্থিক সহায়তা প্রাপ্তহন। ·কৃতিত্বপূর্ণ কাজের জন্য বিশেষ সম্মাননা পদক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
|
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS