সুনামগঞ্জ জেলায় ২৬১ জন অঙ্গীভূত আনসার ৪০ টি সরকারি ও বেসরকারি সংস্থায় নিরাপত্তা বিধান করছে। সুনামগঞ্জ জেলায় ১১টি উপজেলায় ৮৮ টি ইউনয়নে ৮৮ জন দলনেতা ও ৮৮ জন দলনেত্রী কর্মরত এবং ৩৬ জন ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী কর্মরত। ১১ টি উপজেলায় ৮৮ X ১১ = ৯৬৮ জন আনসার পুরুষ প্লাটুনভুক্ত সদস্য ও ৩২ X ১১= ৩৫২ জন আনসার (মহিলা) প্লাটুনভুক্ত সদস্যা, ৮৮ X ৩২= ২৮১৬ জন ইউনিয়ন পুরুষ আনসার প্লাটুনভুক্ত সদস্য এবং ২৮১৬ X ৩২ X ২ =১৮০২২৪ জন ভিডিপি প্লাটুনভুক্ত সদস্য/সদস্যা সক্রিয়ভাবে কাজ করছে। পুরুষ ও মহিলা প্লাটুন এর কার্যক্রমের ফলে নারীর ক্ষমতায়ন হয়েছে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জাতি গঠনমূলক কার্যক্রম প্রান্তিক জনগণের মধ্যে পৌঁছানো সম্ভব হয়েছে। সেনাবাহিনীর সাথে শীত ও গ্রীষ্মকালীন মহড়ায় অত্র সুনামগঞ্জ জেলা হতে আনসার সদস্য অংশগ্রহণ করেছে। জেলার আনসার-ভিডিপি সদস্য/সদস্যা বিভিন্ন নির্বাচন ডিউটি ও অন্যান্য সময় (ঘেরাও, অবরোধ, হরতাল) মোতায়েন হয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব পালনে বিশেষ অবদান রেখেছে। জেলায় ভ্রাম্যমাণ আদালতের সাথে দায়িত্ব পালন করে মাদক ও ভেজাল বিরোধী অভিযানে অবদান রেখেছে। দুর্গাপূজার সময় প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন পূজা মন্ডপে প্রায় ৩৮০০ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন হয়ে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS